শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
 

বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ইন্তেকাল, কাজিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫

---

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঘাঁটি শুভগাছা গ্রামের মৃত পচা বেপারির ছেলে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৪ মার্চ) ভোরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ভারতে প্রশিক্ষণ গ্রহণ করে ৭ নম্বর সেক্টরের বিভিন্ন রণাঙ্গনে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঐদিন বাদ জোহর কাজিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় “গার্ড অব অনার” প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক, কাজিপুর থানা পুলিশের ওসি নূরে আলম এবং পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

তার জানাজায় সহযোদ্ধা, আত্মীয়-স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ৭ কন্যা ও ৩ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

jk/h

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon