বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
 

কাউখালীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫

---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ মঙ্গলবার বিকাল পাঁচটায় উপজেলা পরিষদ হলরুমে ১৯৭১ সালে ২৫ মার্চ কালো রাতে গণহত্যায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, হেমায়েত উদ্দিন তালুকদার,কাউখালী  প্রেসক্লাবের সভাপতি এনামুল হক,  উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক প্রমুখ। আলোচনা শেষে উপজেলা পরিষদের খতিব মাওলানা খলিলুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করে শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।

এছাড়াও সন্ধ্যা ৭টায় উপজেলার লঞ্চঘাট বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলন শেষে এক মিনিট নীরবতা অবলম্বন করেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা  প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

jk/h

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon