বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
 

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হাতে কৃষক দল নেতা খুন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫

 ---

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কৃষক দলের এক নেতাকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে।

২৬ মার্চ বুধবার ইফতারের পর সাড় ৬টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড  উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাতিলোটা ছরারকূল এলাকার মৃত কবির আাহমদের ছেলে সীতাকুন্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন(৪০)। বাড়ির পাশে নিজের ফার্মে যাবার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা  দুর্বৃত্তরা পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।ঘটনাস্হলে রক্তাত দেহ পড়ে থাকতে দেখে এলাকার লোক জন বাড়িতে খবর দিলে পরে বাড়ির লোকজন এসে লাশ নিয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে।পুলিশ লাশ উদ্ধার ও পোস্টমর্টেমের প্রক্রিয়া চালাচ্ছে।

এদিকে  সীতাকুণ্ড থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাহিয়ান বারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ওসির নেতৃত্বে ফোর্স সেখানে গেছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

jk/h

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon