নিজস্ব প্রতিবেদক:
গুলশানের বাশতলায় মামার সাথে ভাগনি ধরা পরার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১০ টার সময় রাজধানীর গুলশানের বাশতলায় এ ঘটনা ঘটে। দেহ ব্যবসায়ের সর্দারনি জরিনা বাসায় দু:সম্পর্কের মামা অলির সাথে তার ভাগনি সুফিয়াকে অন্তরঙ্গ মুহুর্তে ধরা পরেছে। ঘটনাটি এলাকায় ‘টাউন অব দ্যা বাশতলা-এ’ পরিনত হ্য়েছে। স্থানীয় রংমালার ৩ মেয়ের মধ্যে সুফিয়া সবার বড়। বাশতলায় সুফিয়ার চায়ের দোকান রয়েছে। সে দোকান সুফিয়া ও তার স্বামি পরিচালনা করে আসছে। আর অলি (৩৫) বাশতলায় ইট ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ ঘটনার ১ মাস আগেও একই ব্যাক্তির সাথে আরেকবার ধরা পরেছিল সুফিয়া। অলি তার দোকান রেখে সুফিয়ার চায়ের দোকানে এসে আড্ডা দিত। বিষয়টি ভালভাবে নিত না আশপাশের অন্য দোকানিরা। এরপর দুজনকে সবাই নজরদারিতে রাখত।
বিষয়টি নিয়ে অলির স্ত্রীর কাছেও অভিযোগ করা হয়েছিল, কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারীকে জুতা পেটা করতে চেয়েছিল অলির স্ত্রী। অবশেষে আজকে তার অবসান ঘটল। স্থানীয় দোকানীরা সুফিয়ার দোকান উচ্ছেদে একাট্টা। তাকে আর দোকান করতে দেয়া হবেনা বলে ক্ষোভে ফেটে পরেছেন। সবশেষ খবর পাওয়া পর্যন্ত দুজনকে বিয়ে পড়িয়ে দেবার কথা নিয়ে আলোচনা চলছে। এ ব্যাপারে সুফিয়ার কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
মন্তব্য