বুধবার, ২ এপ্রিল ২০২৫
 

ইন্দুরকানীতে স্বাধীনতা দিবসে পতাকা টানায়নি সরকারী প্রাথমিক বিদ্যালয়, করেনি অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫

---

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ


পিরোজপুর ইন্দুরকানীতে ৮৪ নং হাজী আলকাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্বাধীনতা ও জাতীয় দিবসে টানায়নি জাতীয় পতাকা, করেনি কোনো অনুষ্ঠান। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।


বিদ্যালয়টি উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দুরে।


বুধবার (২৬ মার্চ) সকাল ১০.৩৬ মিনিটে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় বিদ্যালয়টি তালাবদ্ধ, দুটি পতাকা দন্ড খালি দেখা যায়। তখন বিদ্যালয়টির ছবি ও ভিডিও করা হয়। দুপুর বার টা পর্যন্ত বিদ্যালয় তালাবদ্ধ ও পতাকা টানানো না থাকায় পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিমের কাছে বিদ্যালয়ের পতাকা টানানো হয়নি বলে জানানো হয়। সাথে সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আকতারের কাছে মুঠোফোনে কল করলে তিনি বলেন, পতাকা টানানো হয়েছে। প্রধান শিক্ষক নিজে অসত্য তথ্য দিয়েছে। পরে বেলা বার টার পর টানানো হয় পতাকা।


এ বিষয়ে জানতে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তারকে একাধিকবার তার মুঠোফোনে কল করলে তিনি কোন ফোন রিসিভ করেননি।


তবে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুম বিল্লাহ জানান, প্রধান শিক্ষক পিরোজপুর শহরে থাকে তাই তার আসতে দেরি হয়েছে। তবে পরে পতাকা টানানো হয়েছে ও অনুষ্ঠান করা হয়েছে বলে দাবি করেন। কিন্তু স্থানীয়রা অনুষ্ঠান করার সংবাদ মিথ্যা বলে দাবী করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon