বুধবার, ২ এপ্রিল ২০২৫
 

স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’র ঈদ সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫

---

ভ্রাম্যমান প্রতিনিধি: কল্যানে আমরা, শান্তিতে আমরা, এই স্লোগানকে সামনে রেখে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ আনন্দ শেয়ার করতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চরস্ত মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’র ঈদ সামগ্রী বিতরণ।

‎শুক্রবার(২৮ এপ্রিল) বিকালে সাহেবের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।একশত পরিবারের মাঝে শাড়ী,লুঙ্গি, সেমাই,চিনি,পেয়াজ,তেল,সুগন্ধি চাল,সাবান,ডাল এবং দরিদ্র মাদ্রাসার ছাত্রদের   জন্য জুব্বা বিতরণ  করা হয়েছে।এ ছাড়াও তিনশত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা  হয়।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবক,ময়মুরুব্বি ও সংগঠনের সদস্যবৃন্দ।

‎উল্লেখ্য,স্থানীয় দেশ ও প্রবাসের যুবকদের সমন্নয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে মানবতার দূত হয়ে এগিয়ে চলা স্বপ্নযাত্রা ফাউন্ডেশন। মানবিক কাজের জন্য সর্বমহলে প্রশংসিত হচ্ছেন সংগঠনটি।

jk/h

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon