আয়শা মনি, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:
২০০৩ সালে নারায়ণগঞ্জ সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের একঝাঁক ইসলাম প্রেমী তরুণদের সমন্বয়ে প্রতিষ্ঠতা লাভ করে ভাটিবন্দর যুব সমাজ। বর্তমানে সমাজ বিনির্মানে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে সংগঠনটি শুধুমাত্র ওয়াজ মাহফিলের আয়োজন করলেও বর্তমান সময়ে তারা বিভিন্ন ভাবে সমাজের অসহায় দুস্থ মানুষদের পাশে দাড়াচ্ছে। উল্লেখ্য, পূর্বে জিয়া নগর যুব সমাজ নামের আরেকটি সংগঠন থাকলেও ২০১৯ সাল থেকে তারা ভাটিবন্দর যুব সমাজের সাথে একাগ্রতা প্রকাশ করে একসাথে হয়ে যায়, যা বর্তমানে ভাটিবন্দর ও জিয়া নগর যুব সমাজ নামে পরিচিত লাভ করেছে।
প্রতি বছর মাহফিল শেষে অসহায় মানুষকে খুঁজে খুঁজে আর্থিক অনুদান দিয়ে যাচ্ছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় এবছর প্রায়ই ৫০ টি পরিবারের মাঝে, মুরগী, তেল, বনফুল সেমাই, লাচ্ছি সেমাই, ডাল, পোলাও চাল, আলু, পেয়াজ, লবণ, চিনি সহ সংগঠনের পক্ষ থেকে প্রায়ই ১০ আইটেমের ভোগ্যপণ্য বিতরণ করা হয়।
এবিষয়ে, ভাটিবন্দর যুব সমাজের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম রোমান আহম্মদ বলেন, প্রথমে আমরা ভাটিবন্দরের একঝাঁক তরুণ ইসলাম প্রেমী যুবকদের নিয়ে এলাকার ঘরগুলো থেকে চাল, ডাল সংগ্রহ করে স্বল্প পরিসরে একটি ইসলামিক মাহফিলের আয়োজন করি। মাহফিল শেষে এলাকার মানুষের ব্যাপক সারা পেয়ে সিদ্ধান্ত গ্রহণ করি আমরা প্রতিবছরই এ মাহফিলটি পরিচালনা করবো। তারপর থেকে আমরা প্রতিবছর দেশবরেণ্য উলামায় কেরামদের দিয়ে একটি ইসলামিক মাহফিলের আয়োজন করি আসতেছি। ২০২২ সালে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ওয়াজ মাহফিলের পাশাপাশি কিভাবে এলাকার মানুষদের পাশে দাঁড়ানো যায় তার দিকে মননিবেশ করা হয় এবং ২০২৩ সাল থেকে আমরা এলাকার হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো চেষ্টা করে আসছি। এবং এ বছর থেকে ভাটিবন্দর ও জিয়া নগর যুব সমাজের পাশাপাশি এলাকার প্রবাসী ভাইদের সহযোগিতায় ৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলাম। আশা করি আগামীতে আরও বেশি পরিবারের মাঝে এ সহযোগিতা পৌঁছে দিতে পারবো এজন্য সকলের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।
এবিষয়ে জিয়া নগর যুব সমাজ বর্তমানে ভাটিবন্দর ও জিয়া নগর যুব সমাজের অন্যতম সদস্য কামাল হোসেন বলেন, ভাটিবন্দর যুব সমাজের মতো আমরা জিয়া নগরের যুবকদের নিয়ে একটি ইসলামিক সংগঠন গঠন করি। এবং প্রতিবছর একটি ইসলামিক মাহফিলের আয়োজন করে আসছিলাম। কিন্ত পাশাপাশি এবং স্বল্প সময়ের ব্যাবধানে দুটো মাহফিল অনুষ্ঠিত হওয়ায় এলাকার মুরুব্বিদের পরামর্শে ভাটিবন্দর ও জিয়া নগর যুব সমাজকে একত্রিত করা হয় সেই থেকে ভাটিবন্দর ও জিয়া নগর যুব সমাজের সদস্যদের নিয়ে আমরা অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এ কার্যক্রম।
এবিষয়ে সংগঠনের অন্যতম সদস্য আতিকুল ইসলাম বলেন, আমি প্রায়ই শুরু থেকেই ভাটিবন্দর ও জিয়া নগর যুব সমাজের সাথে কাজ করে আসছি। তাদের এ ইসলামি প্রেমি কার্যক্রম আমাকে তাদের সাথে যুক্ত হতে অনুপ্রেরণা জুগিয়েছে। আমি আমৃত্যু তাদের সাথে কাজ করে যেতে চাই। আমি আশা করি আগামীতে আমরা সমাজে আরও আরও ভালো ভালো কাজে অংশগ্রহণ করতে পারবো। এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবো। সর্বশেষ এলাকার ছোট-বড় সকল ভাইদের প্রতি আহবান জানাবো আপনারও আমাদের সাথে যুক্ত হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা পালন করতে চাই!
এবিষয়ে পিরোজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার হাজী আফজাল হোসেন বলেন, ভাটিবন্দর ও জিয়া নগর যুব সমাজের সাথে আমি শুরু থেকে আছি ভবিষ্যৎতেও থাকবো ইনশাআল্লাহ! আমার এলাকার যুবকরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। এছাড়াও প্রতি বছর তাদের উদ্যোগে একটি ইসলামিক মাহফিলের আয়োজন করে থাকে যেখানে দেশবরেণ্য উলামায়ে কেরামগণ উপস্থিত থাকে। তাদের এসকল কাজ সত্যিই প্রসংশার দাবি রাখে। তাদের আজকের এ কার্যক্রম দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি সমাজের যুবকরা যদি এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তাহলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো কিছুটা হলেও সুন্দর ভাবে একটি দিন কাটাতে পারবে!
মন্তব্য