শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
 

রাজবাড়ীতে কুশাহাটায় অগ্নিকান্ডে এক পরিবারের ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫

---


মোঃশাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:


রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলার  বিচ্ছিন্ন চর কুশাহাটা এলাকায় আগুনে পুড়েছে  তিনটি ঘর, ছোট বড় ১৪ টি গরুর মধ্যে ১২ টি মারা গেছে ২ টি দগ্ধ অবস্থায় আছে ও এগারো মন ধান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরবাড়ী হারিয়ে নিঃস্ব পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছে ।


বুধবার (৯ এপ্রিল) সরেজমিনে দেখা যায় দৌলতদিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কুশাহাটা এলাকায় জুয়েল মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। জুয়েল মোল্লা স্থানীয় জামাল মোল্লার ছেলে।


স্থানীয় বাসিন্দা নিয়ামত বলেন, মশার কয়েল থেকে  মঙ্গলবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে। উপজেলার বিচ্ছিন্ন চর কুশাহাটার চারদিকে পানি থাকায় সেখানে যোগাযোগ করা প্রায় অসম্ভব। তাই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন ততক্ষণে আগুনে পুড়ে ভূস্মীস্তুত হয়ে যায়  ৩ টি টিনের ঘর,ছোট বড় ১৪ টি গরুর মধ্যে ১২ টি মারা গেছে ২ টি দগ্ধ অবস্থায় আছে এবং ঘরে থাকা ১১ মন ধান, কিছু চাউল ও পরিবারের বিভিন্ন মালামাল। স্থানীয় সূত্রে জানাযায় সে সময় বাড়িতে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।


জুয়েল মোল্লা কান্নায় ভেঙে পড়েন, তিনি জানান তার আর কিছুই থাকলো না। ঘর বাড়ি, গরু, সংসারিক মালামাল এবং খাবারের মতো কিছুই নেই। পরিবার নিয়ে কোথায় থাকবো কি খাবো জানিনা।



উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, বিষয়টি দুঃখজনক। দ্রুত ক্ষতি গ্রস্ত পরিবারকে ত্রান সহযোগিতার পাশাপাশি বিষয়টি দূর্যোগ ও ত্রান অধিদপ্তরকে অবহিত করছি।


 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon