রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
 

গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’তে একাত্মতা প্রকাশে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫

---


আয়শা মনি, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:



পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের (জিএসএসসি) শিক্ষার্থীরা গাজায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী পালিত ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন। এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) কলেজের শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিলে অংশ নেন।


বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি লক্ষ্মীবাজার, কবি নজরুল সরকারি কলেজ, রায়সাহেব বাজার হয়ে পুনরায় কলেজ গেইটে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তাতিবাজার গুলিস্তান চাংখারপুল সাইন্সল্যাব হয়ে রাজু ভাস্কর্যের সামনে দিন ব্যাপি অবস্থান করে।



সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. হৃদয় হোসেন বলেন, “ফিলিস্তিনে চলমান গণহত্যা নিছক কোনো যুদ্ধ নয়, এটি মানবতার বিরুদ্ধে এক নির্মম অপরাধ। ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আমরা আজ ক্লাস ও পরীক্ষা বর্জন করেছি। নিরীহ মানুষের রক্তপাতের বিরুদ্ধে নীরবতা মানেই সেই অপরাধে অংশগ্রহণ। তাই আমরা শিক্ষার্থীরা মানবতার পক্ষে সোচ্চার।”


সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও জানান, “ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। অথচ পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, এই গণহত্যার বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালন করছে।”


সমাবেশ থেকে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবি জানান এবং বিশ্বজনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon