পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় চারটি ভাড়াটিয়া পরিবারের আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র, নগদ অর্থসহ অন্য সকল মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে।
বুধবার (৯ এপ্রিল) আনুমানিক দুপুর দেড়টার দিকে উপজেলা সদরের ওয়ারিদ টাওয়ারের কাছে উজিয়ালখান এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভাড়াটিয়া ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন বিমল পাটিগর, সঞ্জয় পাটিগর, উত্তম দাস, গৌতম দাস।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় ঘরের লোকজন অন্য বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: খলিলুর রহমান বলেন, মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতি জানার চেষ্টা চলছে।
বাড়ির মালিক রাকিব তালুকদার জানান, তার দু’টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। একইসাথে ভাড়াটিয়া পরিবারের সকল মালামালও পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান, উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস দেন।
মন্তব্য