মাহফুজ রাজা,ভ্রাম্যমাণ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন লেখক ও কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন।
বুধবার(৯ এপ্রিল) বিকালে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন,এসময় হোসেনপুর উপজেলাকে একটি সুন্দর আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে মাদক, জুয়া, ইভটিজিং, তরুণ প্রজন্মকে সুপথে ফিরিয়ে আনতে পদক্ষেপ, সরকারি খাস জমি অবৈধ দখল উচ্ছেদ সহ উপজেলার বিভিন্ন অসংগতি নিয়ে আলোচনা করেন।
এস এম মিজানুর রহমান মামুন তার পক্ষ থেকে ইউএনও’র সামনে কিছু মতামত তুলে ধরেন।
অপ্রাপ্ত বয়ষ্ক ছেলে এবং স্কুল কলেজের ছাত্রদের কাছে ব্যবসায়ী দোকানদাররা যেন কোনো তামাকজাত দ্রব্য বিড়ি সিগারেট বিক্রি না করে এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও কাউন্সেলিং করে সকল ব্যবসায়ীকে সচেতন করা। শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন এবং সন্ধ্যার পর কোনো ছাত্র যেন হাট-বাজার, রাস্তা-ঘাট, দোকানপাটে বসে অযথা সময় নষ্ট করতে না পারে সে ব্যাপারে স্থানীয়ভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ নেওয়া। কোনো ছাত্রছাত্রী ক্লাস ফাঁকি দিয়ে যেন প্রশাসনিক এরিয়া, সংরক্ষিত এলাকা, আবাসিক এরিয়া সহ উপজেলার বিভিন্ন পয়েন্টের সুস্থ পরিবেশ ও সৌন্দর্যকে অস্বাভাবিক করতে না পারে, অসামাজিক কার্যকলাপে জড়াতে না পারে সে ব্যাপারে বিশেষ নজরদারির ব্যবস্থা করা। ডিসি মহোদয়ের সাথে কথা বলে অচিরেই জনবান্ধব প্রশাসন হিসেবে জনগণকে সাথে নিয়েই একটি সুন্দর ও আধুনিক হোসেনপুর গড়ার প্রতিশ্রুতি দেন ইউএনও।এ ছাড়াও ঐদিন অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল মোঃ তোফাজ্জল হোসেনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোরগ্যাং নিয়ে আলোচনা করেন। প্রথমে উভয়ের সাথেই ফুলেল শোভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য,মামুন উপজেলার চর পিতলগঞ্জ এলাকার কৃতি সন্তান,তিনি লেখনির পাশাপাশি সর্বদা মানবিকতা নিয়ে কাজ করে থাকেন।হতদরিদ্র ও অসহায়দের প্রতি তার ভালোবাসা সর্বমহলে প্রসংশিত,এছাড়াও তিনি ন্যায়ের ঝান্ডা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কন্ঠস্বর হিসেবে পরিচিত মুখ।
মন্তব্য