মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
 

ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট ও জবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫

---

আশিকুর রহমান,  জবি প্রতিনিধি


 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে চীনা ভাষা শিক্ষা কোর্স চালুর লক্ষ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।


রবিবার  (১৩ এপ্রিল) জবি উপাচার্য মহোদয়ের কনফারেন্স রুমে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।


অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম বলেন,জবির দ্বিতীয় ক্যাম্পাসে আমরা কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপনের প্রত্যাশা করছি। তিনি বলেন, “এই চুক্তি দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষাগত ও গবেষণামূলক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আন্তর্জাতিক সহযোগিতার পথ প্রশস্ত করবে।”


জানা যায়, এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট ও জবির মধ্যে শিক্ষাগত সহযোগিতা জোরদার করা, চীনা ভাষা শিক্ষার প্রসার ঘটানো এবং বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব বৃদ্ধি করা। চুক্তির আওতায় ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য চীনে শিক্ষাবৃত্তি ও প্রশিক্ষণ প্রদান, চীনা ভাষা শিক্ষার ব্যবস্থা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ, চীনের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক পরামর্শ সেবা এবং ভাষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রভোষ্ট, প্রক্টরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের মি. ইয়িন জু ও মি. রাও জিহাও।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon