কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী নিষিদ্ধ সময়ে অবৈধভাবে ছোট মাছ নিধন করায় বিরুদ্ধে
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেছে। এ সময় কয়েক লক্ষ টাকা মূল্যের দুইটি বড় বেড় জাল জব্দ করে উপজেলা প্রশাসন। রবিবার ১৩ই এপ্রিল দুপুরে উপজেলার সন্ধ্যা, কঁচা ও কালী গঙ্গা নদীতে নৌ পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এই যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। তার সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ পুলিশের একটি টিম। । পরে অবৈধ জালগুলো উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য