কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবদদাতা
ঝালকাঠির কাঁঠালিয়ায় দাখিল পরীক্ষার দু’টি কেন্দ্রে মঙ্গলবার (১৫ এপ্রিল) আরবী ২য় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এরমধ্যে কাঁঠালিয়া সদর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১ জন ও আমুয়া চাঁদ মিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩ জন।
এছাড়া কাঁঠালিয়া সদর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২ জন কক্ষ পরিদর্শক ও আমুয়া চাঁদ মিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩ জন কক্ষ পরিদর্শককে পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম জানান, কাঁঠালিয়ায় দাখিল পরীক্ষায় দু’টি কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জন পরীক্ষার্থী ও পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে ৫ জন কক্ষ পরিদর্শককে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।
মন্তব্য