মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
 

কাজিপুরে যমুনা নদীতে অভিযান : ৩ লাখ ৫০ হাজার টাকার অবৈধ জাল ধ্বংস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫

---


জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি :


সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে যমুনা নদীতে অভিযান পরিচালনা করে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে সিরাজগঞ্জ নৌ-পুলিশ সার্বিক সহযোগিতা করে।


উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক জানান, যমুনা নদীর তেকানি, শুভগাছা ও গান্ধাইল ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চল থেকে পরিত্যক্ত অবস্থায় ১১০ সেট অবৈধ চায়না দুয়ারী জাল ও ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।


তিনি আরও জানান, নদীর জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মৎস্য ক্ষেত্র সহকারী ইসমাইল হোসেনসহ সিরাজগঞ্জ নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


এদিকে, জানা গেছে, যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের কিছু অসাধু ব্যক্তি ও মহাজন দীর্ঘদিন ধরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জালসহ বিভিন্ন ক্ষতিকারক জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। এতে নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে বলে জানিয়েছেন সচেতন মহল। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon