নতুন ছবি নিয়ে আসছেন ‘জাগো’ খ্যাত নির্মাতা খিজির হায়াত খান। এরইমধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে তার নির্মিত ও অভিনীত তারকাবহুল ছবি ‘ওরা ৭জন’। নির্মাতা জানিয়েছেন, বিজয়ের মাসে দেশের দর্শককে সিনেমাটি দেখাতে চান। সংবাদমাধ্যমকে খিজির হায়াত বলেন, আমাদের সিনেমা ‘ওরা ৭ জন’ বাংলাদেশ ফিল্ম সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর পেয়েছে। আসন্ন বিজয়ের মাসে সিনেমাটি সারা দেশব্যাপী মুক্তি দেবার ইচ্ছে আছে।
তিনি জানান, নভেম্বরে আসবে ‘ওরা ৭ জন’ এর ট্রেলার। তার আগে ধীরে ধীরে আসবে টিজার ও গান। টানা ৪০ দিন শুটিংয়ে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ এর কাজ সম্পন্ন হয়েছে গেল ডিসেম্বরে। সিলেটের জৈন্তাপুরে এ সিনেমার শুটিং হয়েছে। ‘ওরা ৭ জন’ সিনেমায় ৭ মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এবারই প্রথম নয়, মুক্তিযুদ্ধের বীরদের নিয়ে বরাবরই কাজের আগ্রহ প্রকাশ করেছেন খিজির হায়াত। বহুল আলোচিত সিনেমা ‘জাগো’ নির্মাণের আগেও খিজির স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’ নির্মাণ করেছিলেন।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি খুব বেশি পরিচিতি পায়নি। যদিও স্বাধীন বাংলাদেশের সাত বীরশ্রেষ্ঠের অন্যতম বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে নির্মিত এটিই একমাত্র চলচ্চিত্র।
মন্তব্য