শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

সিলেটে ব্যাটারিচালিত যানবাহনে ‘হয়রানি ও উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ

JK0007
প্রকাশ: ১ আগস্ট ২০২২

---
ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনে ‘হয়রানি ও উচ্ছেদ’ বন্ধ করার দাবিতে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে অবিলম্বে খসড়া নীতিমালা বাস্তবায়ন করে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন ও ড্রাইভারদের লাইসেন্স প্রদান করার দাবি জানান চালক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সিলেট মহানগর শাখার উদ্যোগে রবিবার (৩১ জুলাই) দুপুর ১টায় আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয় এর সামনে থেকে বিক্ষোভ মিছিল করে সিলেট কেন্দ্রীয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে চালক সংগ্রাম পরিষদের সভাপতি প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মন্জু আহমদ এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক ও চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা আবু জাফর। সমাবেশে চালক সংগ্রাম পরিষদের সিলেট মহানগরে ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা আবু জাফর বলেন, চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে দেশব্যাপী ৪০ লক্ষ ব্যাটারিচালিত যানবাহনের চালক এবং তাদের উপর নির্ভরশীল প্রায় আড়াই কোটি মানুষের জীবন রক্ষার জন্য দীর্ঘ ১০ বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় মহামান্য সুপ্রিম কোর্ট বিগত ৪ এপ্রিল এবং ২৫ এপ্রিল দুটি পৃথক আদেশে বলেছেন মহাসড়ক ছাড়া দেশের সর্বত্র ব্যাটারি যান চলাচল করতে পারবে। অর্থাৎ শুধু মহাসড়কে ব্যাটারিচালিত যানবাহন চলতে পারবে না। মহামান্য সুপ্রিম কোর্টের সেই রায়কে পাশ কাটিয়ে পূর্বের হাইকোর্টের রায়কে উল্লেখ করে সিলেট সিটি করপোরেশনের কর্তৃপক্ষ ‘ব্যাটারি যানবাহনকে অবৈধ’ বলে এই যানবাহন উচ্ছেদের জন্য সিলেটে অভিযানের নামার ঘোষণা দিয়েছেন। যে ঘোষণা মহামান্য সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে অবজ্ঞা করার সামিল।

মুহাম্মদ জুয়েল

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon