শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

শোকের মাস উপলক্ষে বশেমুরবিপ্রবিতে কালো ব্যাচ ধারণ কর্মসূচী

ক্যাম্পাস
প্রকাশ: ১ আগস্ট ২০২২

---
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে ১ আগস্ট ২০২২ সকাল ১০.৩০ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব তাঁর অফিস কক্ষে মাসব্যাপী কালো ব্যাচ ধারণ কর্মসূচীর উদ্বোধন করেন।

এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানান ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি সকলকে শোকের মাস আগস্ট যথাযথ ভাবেগাম্ভীর্যের সাথে পালনের আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন আইন অনুষদের ডিন ও প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ, ছাত্র কল্যাণ ও নির্দেশনা দপ্তরর পরিচালক ড. মোঃ শরাফত আলী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোঃ রাশেদুজ্জামান, শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ এমদাদুল হকসহ বিভিন বিভাগের শিক্ষকবৃন্দ কর্মকর্তা-কর্মচারী ও বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ।

জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon