বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
 

নজরুল বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত হল বন্ধুসভার বৃক্ষরোপন কর্মসূচী

ক্যাম্পাস
প্রকাশ: ১ আগস্ট ২০২২

---
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে “বৃক্ষরোপন কর্মসূচি ২০২২” আজ ৩১জুলাই বিকেল ৪:০০ টা থেকে ৫:৩০ মিনিট পর্যন্ত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশের বিভিন্ন স্থানে বন্ধুসভার বন্ধুদের মাধ্যমে গাছের চারা রোপন করা হয়।

মনোমুগ্ধকর এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা সহকারী অধ্যাপক ও থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের বিভাগীয় প্রধান জনাব আল জাবির । তিনি কর্মসূচীতে গাছকেন্দ্রিক বিভিন্ন অভিজ্ঞতা, ঔষধি গাছের গুণাগুণ ও গাছের যত্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুদের জানান। এই বৃক্ষরোপন কর্মসূচিতে ঔষধি গুণসম্পন্ন অর্জুন, হরিতকি, বহেড়া, নিম গাছ লাগানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সম্মুখে সুগন্ধি হাসনাহেনা ফুলের চারা লাগানো হয়। গাছের চারা ক্রয় করা, মাটি খনন করা, চারা রোপন করে খুঁটি দেয়া এবং রোপন শেষে পানি দেয়া সহ আনুষঙ্গিক কাজগুলোতে বন্ধুদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
গাছ রোপনই শুধু নয় নিয়মিত গাছগুলোর পরিচর্যা করবে বন্ধুসভার বন্ধুরা।

আবু ইসহাক অনিক

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon