শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

রোহিঙ্গা ক্যাম্পে ১২হাজার পিস ইয়াবাসহ চারজন গ্রেফতার

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ১ আগস্ট ২০২২

 ---

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১২হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার মোস্তাক আহমদের ছেলে আব্দুল গণি (২০),টেকনাফের হ্নীলার আমির হোসাইনের ছেলে জাকির হোসাইন(২৩),মো. আলমের ছেলে মো. ইব্রাহীম(২২) ও বালুখালী ক্যাম্প-৯ এর জি-৪ ব্লকের রোহিঙ্গা নুর বাহার(২২)।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ৮ এপিবিএন কমান্ডিং অফিসার মোহাম্মদ শিহাব কায়সার খান বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেনের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমদের তত্বাবধানে ও এসআই ফয়জুল আজিমের নেতৃত্বে সোমবার রাত সাড়ে ১১টায় ক্যাম্প-৯ তে অভিযান পরিচালনা করে ১২হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার চারজনের মধ্যে তিনজন বাংলাদেশি স্থানীয় যুবক ও অপরজন রোহিঙ্গা নারী।”

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ইব্রাহিম খলিলুল্লাহ, মহেশখালী

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon