পটুয়াখালীর মহিপুরের মো: এমাদুল (২১) নামের এক যুবক বাড়ির পাশে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃর্তু হয়েছে । আজ সোমবার (০১ আগষ্ট) আনুমানিক সকাল আট টার দিকে পানি দিতে বাড়ির পাশের ধান ক্ষেতে যায় মৃত মো: সেকান্দার আলী হাওলাদার এর ছেলে এমাদুল।
এ সময় বৈদ্যুতিক পাম্পের সাহায্যে ক্ষেতে পানি দেয়ার চেষ্টাকালে তিনি অসাবধানতার কারনে বিদুৎপৃষ্ট হন।হঠাৎ জোরে শব্দ হওয়ায় দৌরে আসেন স্থানীরা। তাৎক্ষনিক গ্রামের প্রতিবেশিরা তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ সয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে ।এমাদুল এর মৃর্তুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ,পরিবারের ছোট ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে আছেন সবাই ।
কুয়াকাটা ২০ শয্য বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সৈয়দ আশিকুর রহমান বলেন এমাদুল কে হাসপাতালে আনার আগেই তার মৃর্তু হয়েছে । মহিপুর সদর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মো: মামুন হাওলাদার বলেন এমাদুল বিদুৎপৃষ্ট হয়ে মারা গেছেন , আজ বিকেলে তার দাফন সমপন্ন হবে বলে জানিয়েছেন তার পরিবার ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে, আমরা পরিবারের সাথে কথা বলছি পরবর্তীতে উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে আইনানুগ প্রক্রিয়া চলমান থাকবে।
মোঃ মেহেদী হাসান সোহাগ মৃধা-কুয়াকাটা
মন্তব্য