পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া সার্বজনিন শ্রী শ্রী শীতলা মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় ৪ তরুন কে আটক করেছে পুলিশ। আজ সোমবার পিরোজপুর সদর উপজেলায় দুর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া সার্বজনিন শ্রী শ্রী শীতলা মন্দিরের একটি প্রতিমা ভাচুরে অভিযোগে ৪ জন তরুন কে আটক করা হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলো শুভ শেখ (১৬) সদর উপজেলার টোনা ইউনিয়নের লখাকাঠী গ্রামের বাহাদুর শেখের পুত্র, আবু বক্কর ছিদ্দিকী (১৭) সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পথেরহাট এলাকার দুলাল বেপারীর পুত্র, হাসান শেখ (১৭) সদর উপজেলার হুলারহাট গুচ্ছ গ্রামের এমাদুল শেখের পুত্র এবং রমজান মোল্লা (১২) সদর উপজেলার কলাখালী ইউনিয়নের গজালিয়া উদয়কাঠী গ্রামের হায়দার মোলস্নার পুত্র।
কাথুলিয়া সার্বজনিন শ্রী শ্রী শীতলা মন্দিরের সেবাইত কালা চাঁদ মন্ডল জানান, রোববার বেলা ১১ টার দিকে মন্দিরের পূর্জ অর্চনা শেষ করে তিনি মন্দিরে থেকে চলে যান। সোমবার সকালে মন্দিরের কাছে গিয়ে তিনি দেখতে পান মন্দিরের প্রতিমাটি পা, হাত ও মাথা ভাংচুর করা হয়েছে। এ সময় তিনি স্থানীয়দের জানালে মন্দিরের পাশ্ববর্তী বসবাসকারী একজন মহিলা তাকে জানান গতকাল রোববার বিকেলেই তিনি মন্দিরের প্রতিমা ভাঙ্গা অবস্থায় দেখেছেন। বিষয় টি পরে জানাজানি হলে স্থানীয় কয়েকজন এসে জানায় যে রোরবার দুপুরে ৩/৪ জন ছেলেকে দেখেছেন মন্দিরের কাছে যেতে যারা স্থানীয় নয়। পরে এলাকায় লোকজন আজ দুপুরে শুভ শেখ, আবু বক্কর ছিদ্দিকী ও হাসান শেখ তিন জনকে আটক করে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে তিনজন জানান তারা তিন জন সহ রামজন নামের একজন মন্দিরের প্রতিমা ভেঙ্গেছে। পরে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে দিলে পুলিশ ৩ জনকে আটক করে এবং পুলিশ পরে রমজানকেও আটক করেছে।
পিরোজপুর সদর উপজেলার হিন্দু-বৌদ্ধা- খ্রীষ্টান ঐক্যে পরিষদের সাধারণ সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু জানান, মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িতদের আটক করার কারনে আমরা স্বস্ত্মিপ্রকাশ করছি। তবে সাথে সাথে এ ঘটনার পিছরে অন্য কোন কারণ আছে কিনা তা খুঁজে দেখা সহ গ্রেপ্তারকৃদের শাস্ত্মি দাবী করছি।
পিরোজপুর সদর থানার ওসি আ. জ. মো: মাসুদুজ্জামান জানান, মন্দিরের প্রতিমা ভাঙ্গার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে। এরপর অভিযান চালিয়ে ঘটনার সাথ জড়িত আরো একজনকেও আটক করা হয়েছে। মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
মোঃ ওমর হাসান
মন্তব্য