শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে সিলেটের ৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ আগস্ট ২০২২

সিলেটের ব্যায়বহুল বাস টার্মিনাল
কারুকার্যময় লাল ইটের দেয়ালে নির্মিত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। বিশ্বব্যাংকের অর্থায়নে ৮ একর জায়গা জুড়ে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাস টার্মিনালটি উদ্বোধন শিগগিরই হতে পারে। এখানে থাকবে এক সাথে ৪৮টি বাস রাখার ব্যবস্থা যাত্রীদের জন্য দেড় হাজার সিটের ওয়েটিং রুম ৩০টি টিকেট কাউন্টার এবং নামাজের জন্য আলাদা কক্ষ।

দীর্ঘদিন পর কাজ শেষ হওয়ায় খুশি পরিবহন শ্রমিকরা, এরপর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।বিশ্ব ব্যাংকের অর্থায়নে এমজিএসপি (মিউনিসিপাল গভর্নমেন্ট সার্ভিস প্রজেক্ট) প্রকল্পের আওতায় সিসিকের উদ্যোগে নির্মাণ করা হচ্ছে নতুন এই বাস টার্মিনাল। উপরে ইট রঙয়ের স্টিলের টিনের ছাদ, কারুকার্যময় লাল ইটের দেয়াল, গাছপালা আবৃত গ্রীণজোন, বিমানবন্দরের আদলে আলাদা বাস ডিপারচার।

রফিকুল ইসলাম মামুন, সিলেট সদর

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon