সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
 

মানুষের সেবার মান বাড়াতে রূপগঞ্জ থানা পুলিশকে আরো মানবিক হওয়ার আহ্বান

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২ আগস্ট ২০২২

---
মানুষের সেবার মান বাড়াতে রূপগঞ্জ থানা পুলিশকে আরো মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে।পরে থানা আঙ্গিনায় বৃক্ষ রোপণ, কনফারেন্স রুম ও সেবা গ্রহিতাদের জন্য একটি রেস্ট হাউজ উদ্বোধন করেন তিনি।

এছাড়াও করোনাকালী সময়ে রূপগঞ্জ থানায় কর্মরত নিহত এএসআই সাজ্জাদ হোসেনের পরিবারের হাতে একটি অটোরিকশা উপহার হিসেবে তুলে দেয় ডিআইজি হাবিবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু, নারায়ণগঞ্জ গ সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ, ওসি তদন্ত হুমায়ুন কবির,ওসি অপারেশন হযরত আলী, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাজী খলিল সিকদার, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শহিদুল্লাহ গাজী, সাংবাদিক সাইফুল ইসলাম, জিন্নাহ,সাইদুল রহমান,আতাউর রহমান সানি, জাহাঙ্গীর মাহমুদ,এশিয়ান টিভির পূর্বাচল প্রতিনিধি মোঃ রিপন মিয়া,নগর টিভির স্টাফ রিপোর্টার শাকিল আহমেদ প্রমুখ।

শাকিল আহমেদ স্টাফ রিপোর্টার

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon