কক্সবাজারের উখিয়ার আবাসিক হোটেল থেকে রোহিঙ্গা তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটি প্রেমে প্রত্যাখাত হয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও মেয়েটির হাতে থাকা স্মার্টফোনে তার মৃত্যুর রহস্য বা কারণ জানা যেতে পারে বলে মন্তব্য করেছে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও স্বজনরা।
মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে উখিয়া সদর এলাকায় উপজেলা পরিষদ গেইট সংলগ্ন জলিল প্লাজার হোটেল আরাফাত নামের একটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ৩০৪ নাম্বার কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির একটি দল ঘটনাস্থলের প্রাথমিক সুরতহাল শেষ করার পর নিহত তরুণীর মরদেহ উখিয়া থানায় রাখা রয়েছে।
সরেজমিন- কালো বোরকা ও সাদা শার্ট পরিহিত তরুণীর মরদেহ ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলন্ত ছিলো। হোটেলের রেজিস্ট্রারে লিপিবদ্ধ তথ্য বিবরণী মতে মেয়েটির নাম নুসরাজাহান লিজা (২৩)। রেজিস্টার্ড খাতায় ঠিকানা লিখেছে- হ্নীলা, টেকনাফ ও পেশায় চাকুরী। এছাড়াও বিবরণীতে পিতার নাম জিসান মিয়া ও মাতা রোজিনা এবং একটি ফোন নাম্বার উল্লেখ করা আছে। তিনি ৩০৪ নং কক্ষে ছিলেন। সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৬ টায় ৩০০ টাকার বিনিময়ে এই কক্ষ ভাড়া নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান- অপমৃত্যুর শিকার মেয়েটি রোহিঙ্গা। কুতুপালং শরণার্থী ক্যাম্পের জি ব্লকের রেজিস্টার্ড শরণার্থী। মিথ্যা তথ্য দিয়ে মেয়েটি হোটেলে কক্ষ ভাড়া নিয়েছিলো। ঘটনাস্থলে উপস্থিত স্বজনদের বরাত দিয়ে জানা যায়- মেয়েটির সাথে এপিবিএন পুলিশের জনৈক সদস্যের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। সম্পর্কের টানাপোড়েন থেকে সে আত্মহত্যা করেছে বলেও দাবী করেছেন তারা।
একটি গোপন সূত্র জানিয়েছে- নিজেকে স্থানীয় পরিচয় দিয়ে সন্ধ্যা ৬টার দিকে মাত্র দুই ঘন্টার জন্য মেয়েটি কক্ষ ভাড়া নিয়েছিলো। এখন ঘটনার পর স্বজনদের বক্তব্য মতে জানা যাচ্ছে মেয়েটি রোহিঙ্গা। হোটেলে প্রবেশের সময় মেয়েটির হাতে একটি ভ্যানিটি ব্যাগ ও একটি স্মার্টফোন ছিলো। স্মার্টফোনে তিনি কারও সাথে চ্যাট করছিলেন; তবে কার সাথে কি বিষয়ে চ্যাট করছিলেন তা তদন্ত করলে বেরিয়ে আসবে বলেও জানায় সূত্রটি।
এবিষয়ে ঘটনাস্থলে থাকা উখিয়া পুলিশের কর্মকর্তা এস আই অরুপ তালুকদারের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজের মতো তথ্য সংগ্রহ করে নিউজ করার পরামর্শ দেন।
মোঃ সাইফুল ইসলাম
মন্তব্য