শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

পিরোজপুরের পানি ও জুস দিয়ে মুক্তিযোদ্ধাদের অনশন ভঙ্গ

JK0007
প্রকাশ: ২ আগস্ট ২০২২

---
পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার (২আগষ্ট) অনশনের চার ঘন্টা পর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর হস্তক্ষেপে অনশনরত মুক্তিযোদ্ধাদের জুস ও পানি পান করিয়ে অনশন ভঙ্গ করেন।

জানগেছে, সম্প্রতি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কমিটি কর্তৃক অন্যায় ভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৭জন মুক্তিযোদ্ধাদের বাদ দেয়ায় উক্ত কমিটি বাতিল করে পরবর্তীতে সৎ,নিরপেক্ষ কমিটি নির্বাচন করে সেই কমিটি কর্তৃক পরবর্তী যাচাই বাছাইয়ের দাবিতে স্থানীয় রিজার্ভ পুকুরপার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনশন ধর্মঘট পালন করে। সকাল ১০টা থেকে বাদ পরা মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা এ অনশনে অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, কাজী মতিয়ার রহমান,মো. নুরুল হক, মো. সেলিম সিকদার, মুক্তিযোদ্ধা স্ত্রী ডালিয়া বেগম, সন্তান মো.শামীম হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, গত যাচাই বাছাই কমিটির আর্থিক সুবিধা না মানায় ৪০জন মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেয়া হয়। পরবর্তীতে কাকতালিয় ভাবে তিন জন মুক্তিযোদ্ধা পুন:রায় তালিকা ভুক্ত হলেও আমরা ৩৭জন তালিকা থেকে বাদ পড়ি। যার ফলে আমাদের ভাতা সহ্য অন্যান্য সুবিধাও বন্ধ হয়ে যায়। তাই আমাদের দাবি ঐ কমিটির পরিবর্তে সৎ এবং নিরপেক্ষ কমিটি করে সেই কমিটির মাধ্যমে যাচাই বাছাই করা হউক।

এদিকে এ খাবর পেয়ে দুপুর পৌঁণে দুই টায় উপজেলা নির্বাহী অফিাসর ও পৌর প্রশাসক সীমা রানী ধর ঘটনাস্থলে এসে অনশনরত মুক্তিযোদ্ধাদের দাবি দাওয়ার কথা শোনার পরে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে লিখিত ভাবে জানানো এবং সে বিষয়ে ইউএনও সহোযোগিতা করার কথায় আস্বস্থ্য হওয়ার পরে পানি এবং জুস দিয়ে তাদের অনশন ভঙ্গ করানো হয়।

মোঃ ওমর হাসান

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon