পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে প্যারাসুট। সবার আকর্ষনের কেন্দ্র বিন্দু এ বস্তুটি সচরাচর দেখা মেলেনা। এটি মূলত আত্মরক্ষার জন্য বিমানে রাখা হয়। আবার পর্যটকদের মনোরঞ্জনের জন্য এটি বিভিন্ন পর্যটন স্পটে ব্যবহার করা হয়। তবে এ প্যারাসুট উড়াতে প্রয়োজন হয় প্রশাসনের অনুমতি। কিন্তু এবার কুয়াকাটা সমুদ্র সৈকতে প্যারাসুট উড়িয়েছে লিটন খান নামের এক ট্যুরিজম ব্যবসায়ী।
কুয়াকাটা সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন পয়েন্টে এটি উড়ানো হয়। মূলত পরীক্ষামূলক ভাবে এ বস্তুটি উড়ানো হয়। আর এ প্যারাসুট উড়া এক নজর দেখতে সৈকতের ওই পয়েন্টে ভীড় জমায় পর্যটকরা। এসময় পাখির চোখে সৈকত উপভোগ করতে চায় অনেক পর্যটক। কিন্তু প্রশাসনের অনুমতি না থাকায় কোন পর্যটককেই উঠাননি এ প্যারাসুটে।
ঢাকা গাজীপুর থেকে আসা পর্যটক আবির আহমেদ জানান, বিকালে সূর্য অস্ত দেখার জন্য সী বিচে হাটাহাটি করছি। এসময় হঠাৎ দূর থেকে দেখি পাখির মতো কোন বস্তু আকাশে উড়ছে। দৌড়ে ওখানে এসে দেখলাম এক ব্যক্তি স্পীড বোডের সাহায্যে প্যারাসুটের মাধ্যমে প্যারাসেলিং করছে। আমারও ইচ্ছে হলো উঠতে। কিন্তু এটি নাকি পরীক্ষামূলকভাবে উড়ানো হয়েছে। তাই আর উঠতে পারলাম না।
রাজশাহী থেকে আসা পর্যটক দম্পতি নিলয় ও রুপা আক্তার জানান, আমরা বেঞ্চিতে বসে সমুদ্র উপভোগ করছিলাম হাঠাৎ দেখছি আকাশে প্যারাসেলিং এই প্রথমবারের মতো খুব কাছ থেকে দেখা হলো।তিনি আরো বলেন, খুব ভালো লেগেছে। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও অনুমতি না থাকা নিজে প্যারাসেলিং করতে পারিনি।
কুয়াকাটা বীচ ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক লিটন খান জানান, আজ পরীক্ষামূলক ভাবে আমরা নিজেরা প্যারসেলিং করেছি। কিন্তু প্রশাসনিক ভাবে অনুমোদন না পাওয়ায় বানিজ্যিক ভাবে পর্যটদের উঠাতে পারছিনা। তবে কোরবানীর সময় এটি জেলা প্রশাসনের কাছে অনুমোদন চেয়েছি। আশা করছি খুব শীঘ্রই অনুমোদন পাবো। এ প্যারাসুট উড়াতে আমার এখানে একটি স্পীড বোড কেনা হয়েছে। এবং নিরাপত্তার জন্য একটি ওয়াটার বাইক ব্যবহার করা হয়েছে।
ট্যুর অপারেটরস এ্যাসিয়েশন অফ কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর কুয়াকাটায় অনেক পর্যটকের আগমন ঘটছে। আগত পর্যটকরা এখানে কক্সবাজারের ফ্লেভারটা চাচ্ছে। এখানে বীচ এ্যাক্টিবিটির জন্য পর্যটকদের বিনোদনে প্যারাসেলিং সহ স্ক্রুটার প্রয়োজন। তবে এগুলো হতে হবে পর্যটক বান্ধব।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, প্যারাসুট পর্যটক আকর্ষনের অন্যতম কেন্দ্র বিন্দু। এটা কিভাবে উড়ানো যাবে বা এটি বীচ বান্ধব কিনা কিংবা এটা বীচে উড়ানো সম্ভব কিনা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা এসব দিক বিবেচনা করে বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
মোঃ মেহেদী হাসান সোহাগ মৃধা-কুয়াকাটা
মন্তব্য