বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
 

মাদক মামলায় আসামী হয়ে ষড়যন্ত্রের শিকার দাবী করছেন ইউ-পি সদস্য

JK0007
প্রকাশ: ৩ আগস্ট ২০২২

---
লালমনিরহাটের হাতীবান্ধায় ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউ-পি সদস্য সুজন আহম্মেদকে মামলার আসামী করা হয়েছেন। মঙ্গলবার বিকালে হাতীবান্ধা থানায় তাকে সহ ৩ জনকে আসামী করে এ মামলাটি দায়ের করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে ওই ইউ-পি সদস্য সুজন আহম্মেদের দাবী তাকে ষড়যন্ত্র মুলক মাদক মামলায় আসামী করা হয়েছে।

ইউ-পি সদস্য সুজন আহম্মেদ বলেন, তিনি ইউ-পি সদস্য হিসাবে নির্বাচত হওয়ার পর থেকে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে মঙ্গলবার একটি মাদক উদ্ধারের ঘটনায় তাকে আসামী করা হয়।
ইউ-পি সদস্য সুজন আহম্মেদের দাবী তিনি ঘটনার সাথে জড়িত নয় তবুও তাকে সামাজিক ভাবে হেয় করতে ষড়যন্ত্র মুলক ওই মামলায় আসামী করা হয়েছে। এ ঘটনায় তিনি লালমনিরহাট পুলিশ সুপারের শুভদৃষ্টি কামনা করেন।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম জানান, বিজিবি ৩ জনকে আসামী করে মামলা দিয়েছেন। ওই মামলায় ঘটনার সাথে জড়িত নয় যদি এমন কাউকে হয়রানী করতে আসামী করা হয়। তাহলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon