বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
 

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৮১ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশ: ৪ আগস্ট ২০২২

 ছবিঃ সংগৃহীত

চীনা কোম্পানি মেসার্স কেপিএসটি সুজ (বিডি) কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে জুতার বিভিন্ন সামগ্রী (সুজ অ্যাকসেসরিজ) প্রস্তুত শিল্প স্থাপন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ৮০ লাখ ৭০ হাজার ডলার বিনিয়োগ করবে, যেখানে হাজার ৬৫০ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রতিষ্ঠানটি বার্ষিক কোটি জোড়া ইনসোল, আউটসোল মিডসোল এবং তিন লাখ ঘনমিটার ইভিএ পিইউ ফোম উৎপাদন করবে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং মেসার্স কেপিএসটি সুজের ব্যবস্থাপনা পরিচালক লুও সেজিয়ান গতকাল ঢাকার বেপজা কমপ্লেক্সে উপলক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেপজার সর্ববৃহৎ প্রকল্প বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে কেপিএসটি সুজসহ ১২টি প্রতিষ্ঠানকে অনুমতি দিল বেপজা। প্রতিষ্ঠানগুলোর মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ২৫ কোটি ১৮ লাখ ডলার।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon