শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
 

বশেমুরবিপ্রবিতে শেখ কামালের জন্মদিনে দোয়া মাহফিল

JK0007
প্রকাশ: ৫ আগস্ট ২০২২

---

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

০৫ আগস্ট ২০২২ তারিখ শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট সকল শহিদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতী আব্দুল্লাহ আল মামুন।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মোঃফজলে রাব্বি,বশেমুরবিপ্রবি

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon