শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

পিরোজপুরে গ্রাম পুলিশের বিরুদ্ধে মামলা

JK0007
প্রকাশ: ৬ আগস্ট ২০২২

---
পিরোজপুরের ইন্দুরকানীতে দফাদার (গ্রামপুলিশ) মিথ্যা চুরির অপবাদে রিক্সাচালক কে পিটুনির ঘটনায় গ্রাম পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে আহত রিক্সাচালকের ভাইপো মোঃ আলামিন বাদী হয়ে অভিযুক্ত দফাদার মোঃ বেলায়েত হোসেন, তার ছোট ভাই তাজুল ও সহয়োগী মিজানুর রহমানের বিরুদ্ধে বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (০৩ আগষ্ট) রাতে উপজেলার গাবগাছিয়া গ্রামের হতদরিদ্য রিক্সাচালক আকাব্বার আলী সারা দিন রিক্সা চালিয়ে রাতে বিলে মাছ ধরতে যায়। এসময় স্থানীয় দফাদার (গ্রাম পুলিশ) মোঃ বেলায়েত হোসেনের নের্তৃত্বে,তার ছোট ভাই তাজুল ওমিজানুর রহমান রিক্সাচালক আকাব্বার আলী কে ডেকে নিয়ে চোরের অভিযোগেচেইন ও রড দিয়ে হাত, পা, পায়ের তলা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তফুলা করে দেয়। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এখন সে হাসপাতালে চিকিৎসাধীর আছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক আঃ জলিল জানান, রিক্সাচালক কে মারধরের ঘটনায় দফাদারের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামী গ্রেফতারের অভিযান চলছে।

মো: ওমর হাসান, পিরোজপুর

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon