বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
 

দক্ষ হিসেবে গড়ে তুলতে নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনদের ডিবেট প্রতিযোগীতা

ক্যাম্পাস
প্রকাশ: ৬ আগস্ট ২০২২

---
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে নবীন বিতার্কিক দের নিয়ে প্রলয়োল্যাস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। গত শুক্রবার( ৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রথম দিনের বিতর্ক শুরু হয়।

মূলত ডিবেটিং সোসাইটি সফ্ট স্কিলের সৌন্দর্য বর্ধন ও দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। যুগোপযোগী বিষয়ে বস্তুনিষ্ঠ ব্যাখ্যা ও উপস্থাপনের প্রস্তুতিতে জানতে হয় ইতিহাস, সংস্কৃতির ঐতিহ্য, রাজনীতি থেকে শুরু করে সামাজিক ও পারিবারিক নীতি এবং নাগরিক জীবনের অধিকার পাশাপাশি দায়িত্ববোধের জায়গায় করনীয়। এমন সব বিষয়ের সঠিক তথ্য, আইনের সৃষ্টি, আইন প্রয়োগ কিংবা বাস্তবায়ন হওয়া না হওয়ার সমস্যা নিয়ে আলোচনা করে থাকে বিতার্কিকরা। এতে করে গড়ে উঠে দক্ষতা যা একজন ছাত্রের জীবনের বাঁকে বাঁকে কাজে লাগে। একই বিষয় গুলো কে কর্পোরেটের ভাষায় বলা হয় সফ্ট স্কিল। বাংলাদেশের পেক্ষাপটে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরও এই সফ্ট স্কিলে ঘাটতি চোখে পড়ার মতো। এর মাশুল গুনতে হয় চাকরির বাজারে পা রাখার মূহুর্তে তাছাড়া কর্মক্ষেত্রেও প্রভাব পড়ে সুন্দর যোগাযোগ প্রক্রিয়ার সম্পাদনা করতে। নিজেকে ভেঙে গড়তে কিংবা যাচাই বাছাই করে নিজের মধ্যে নতুনত্বে পারদর্শী হতে শিক্ষার্থীদের উচিত একাডেমিক বিষয়ের পাশাপাশি উল্লেখ যোগ্য সংগঠনের সাথে নিজেকে যুক্ত করা।

নজরুল বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি এমন লক্ষ্য নিয়েই মনোমুগ্ধকর এই সফ্ট স্কিল প্রতিযোগিতার আয়োজন করে। যেখানে বিভিন্ন বিভাগের ১২ টি দল অংশগ্রহন করে প্রতিযোগিতায় টানটান উত্তেজনা সৃষ্টি করেছে। প্রথম দিনে বাছাই পর্বের চার রাউন্ড বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় শুরু হওয়া প্রথম রাউন্ডের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়।
চারটি রাউন্ডের বিতর্কের বিষয় ছিলো যথাক্রমে,”

এই সংসদ করে যে,
১/ “জেলায় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত যুগান্তকারী পদক্ষেপ”।
২/ ” দুর্বল গণতন্ত্র থেকে শক্তিশালী একনায়কতন্ত্র ভালো”।
৩/ “সিন্ড্রেলার রাজত্বে ডালিম কুমার হারিয়ে গেছে”। এবং সর্বশেষ বিষয়
৪/ “কৃষক বাঁচলে বাঁচবে দেশ”।

উল্যেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি নতুন বিতার্কিকদের উৎকর্ষ সাধনে প্রতি বছর এই আয়োজন করে থাকে। একই ধারাবাহিকতায় প্রথম বারের মত ট্যাব ফরম্যাটে প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।

আবু ইসহাক অনিক

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon