শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

পিরোজপুরে মাদ্রাসার সম্মুখের সংযোগ রাস্তা সংরক্ষণ করার দাবীতে মানববন্ধন

JK0007
প্রকাশ: ৭ আগস্ট ২০২২

---
পিরোজপুরের মঠবাড়িয়ায় মিরুখালী হয়ে বাদুরা দোগনা খালের উপর শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসার সম্মুখের সংযোগ রাস্তা এবং সড়ক ও জনপথ বিভাগের ভূতা খালের বাঁধ সংরক্ষণ করার দাবীতে মানববন্ধন করা হয়েছে।
৭ আগষ্ট রবিবার সকাল দশ’টায় মহিলা কামিল মাদ্রাসার সম্মুখে মেইন সড়কের উপরে শত-শত শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী ও এলাকা বাসীর উদ্দোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় বাধঁ রক্ষার্থে মানববন্ধনে বক্তব্য রাখেন বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শরীফ,সমাজ সেবক শাহজাহান হাওলাদার, অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফ মোঃ নজরুল ইসলাম, কামিল ১ম বর্ষের ছাত্রী মোসাঃ আমিনা আক্তার, ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্রী লিজা আক্তার, নারী অভিভাবক সালেহা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন এক সময় এলাকার জনগণের ফসল উৎপাদনের সুবিধার্থে এবং সড়ক ও জনপদের সুবিধার্থে বাদুরা দোগনা খাল ও ভূতা খাল সহ অত্র এলাকায় মোট এগারো টি বাধঁ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় মাদ্রাসার সম্মুখে চলাচলের জন্য একটি বাধঁ দেওয়া হয়েছে। এই মাদ্রসায় এক হাজারের অধিক ছাত্রীরা লেখাপরা করে। এখন একটি মহল তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এই বাঁধ কাটার বিভিন্ন রকম পায়তারা চালাচ্ছে।
এখানে খাল ও বেরি বাঁধ পরিদর্শনের জন্য মঠবাড়িয়া সংসদ সদস্য সহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্তৃপক্ষ এসেছেন। তারা এলাকাবাসীর সুবিধার্থে কয়েকটি স্লুইসগেট নির্মাণের কথা জানিয়েছেন।
তাই সংসদ সদস্য ও উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী স্লুইসগেট নির্মাণ এবং খালের দুই পারে টেকসই বেরি বাঁধ ও রাস্তা তৈরী করে অন্যন্য বাঁধ গুলো কাটা সহ যেনো এই মাদ্রাসার সম্মুখের সংযোগ রাস্তা টি কাটা হয় সেই দাবী জানান।

মোঃ ওমর হাসান, পিরোজপুর

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon