শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

গম-ভুট্টা চাষে স্বল্প সুদে ঋণের বিশেষ তহবিল

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৮ আগস্ট ২০২২

ফাইল ছবি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেড়ে গেছে গম-ভুট্টা আমদানি খরচ। এতে করে দেশের বাজারের চাহিদা অভ্যন্তরীণভাবে মেটানোর জন্য বিশেষ ঋণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গম-ভুট্টা চাষে কৃষক ৪ শতাংশ সুদে ঋণ পাবে। এলক্ষ্যে ইতোমধ্যে ১ হাজার কোটি টাকার পুনঃতহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

তবে এখান থেকে ব্যাংকগুলো অর্থায়ন পাবে শূন্য দশমিক ৫০ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের সূত্র থেকে জানা যায়, তিন বছর মেয়াদে এ ঋণ দেয়া হবে। ঘূর্ণায়মান পদ্ধতিতে বিতরণ করা ঋণ ফেরত এনে আরেকজনের কাছে বিতরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, গম ও ভুট্টা চাষে কৃষককে উৎসাহ দিতেই মাত্র ৪ শতাংশ সুদে ঋণ বিতরণের জন্য এক হাজার কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত হয়েছে।

ব্যাংকগুলো শূন্য দশমিক ৫০ শতাংশ সুদে তহবিল নিয়ে ৪ শতাংশ সুদে বিতরণ করায় তাদের স্প্রেডও থাকবে ভালো। যদিও আমদানি ব্যয় কমাতে বর্তমানে সরকারের সুদ ভর্তুকির আওতায় মসলা, ভুট্টাসহ আমদানি বিকল্প বিভিন্ন ফসলে ৪ শতাংশ সুদে ঋণ বিতরণের একটি কর্মসূচি রয়েছে। তবে ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ওই ঋণ বিতরণে রয়েছে নানামুখী বাধ্যবাধকতা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon