শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

যুক্তরাষ্ট্রকে ‘হুঁশিয়ার’ করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২২

---
যুক্তরাষ্ট্রকে এবার হুঁশিয়ারি দিলো রাশিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র রাশিয়ার যেকোনো সম্পদ বাজেয়াপ্ত করলে দেশটির সঙ্গে মস্কোর দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা এই সতর্কবার্তা দেন। গতকাল শনিবার আল-জাজিরার প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের প্রধান আলেকজান্ডার দারচিভ দেশটির সংবাদ সংস্থা তাসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, তারা আমেরিকানদের এই ধরনের কর্মের ক্ষতিকর পরিণতি সম্পর্কে সতর্ক করবে যা দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়ী ক্ষতি করতে পারে। যা দুইটি দেশের মধ্যে কারও স্বার্থ নয়। তবে তিনি কোন সম্পদ বাজেয়াপ্ত করার কথা বলছেন তা তাৎক্ষণিক ভাবে পরিষ্কার জানা যায়নি। দারচিভ আরও বলেন, ইউক্রেনের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব অনেক মাত্রায় বেড়েছে। আমেরিকানরা ক্রমবর্ধমান সংঘাতে একটি প্রত্যক্ষ পক্ষ হয়ে উঠেছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon