রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
 

অক্টোবরে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৩ আগস্ট ২০২২

---
বাংলা সিনেমায় রীতিমত জোয়ার বইছে। দিন দ্য ডে, পরাণ ও হাওয়া নিয়ে দর্শকের তুমুল আগ্রহ উৎসাহিত করছে সিনেমা প্রযোজক ও পরিচালকদের। তাইতো হাতে থাকা সিনেমাগুলো মুক্তি দিতে বেশ তৎপর ভূমিকা পালন করছেন তারা। ইতোমধ্যে বেশকিছু বিগ বাজেটের সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। এরমধ্যে অপারেশন সুন্দরবন, দামাল, বিউটি সার্কাস এর মতো ছবিগুলোর নাম আসছে। এবার শোনা গেল আসছে অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’। সম্প্রতি ফার্স্টলুক পোস্টারের পর এবার আরিফিন শুভ ছবিটি অক্টোবরে আসছে বলে জানিয়েছেন।

এ বিষয়ে ছবির নির্মাতা ফয়সাল আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, আসছে অক্টোবরে ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তির বিষয়টি সবাই মিলে আমার নিশ্চিত করেছি। তবে অক্টোবরের কয় তারিখে ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে, এ বিষয়ে শিগগির আমরা জানিয়ে দিতে পারবো। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশ এক্সট্রিম’র দুটি পর্বই ফয়সাল আহমেদের সাথে যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার। ছবিটি নিয়ে এরআগে সানী সানোয়ার জানিয়েছিলেন,‘প্রথম পর্বের সাফল্যের পর আমরা ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি, এটা সত্যি আনন্দের। খুব শিগগিরই আমরা মুক্তির তারিখ ঘোষণা করব।’ ‘ব্ল্যাক ওয়ার’-এ প্রথম পর্বের গল্পের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন পরিচালকদ্বয়।

‘মিশন এক্সট্রিম’র দুই পর্বেই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ। এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon