শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

২১ আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশের এক কলঙ্কিত অধ্যায় : লায়ন মোঃ গনি

JK0007
প্রকাশ: ২১ আগস্ট ২০২২

---
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ১৫ আগস্টের অসমাপ্ত মিশন বাস্তবায়নের এক কলঙ্কিত অধ্যায়। ১৫ আগস্ট ৭৫ এবং ২০০৪ এর ২১ আগস্টের হামলা ছিল সাদৃশ্য। উভয় হামলার লক্ষ্য ছিল এদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা। ২১ আগস্টের হামলার লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে স্তব্ধ করে দেয়া। ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনা সন্ত্রাসবিরোধী জনসভায় স্বাধীনতাবিরোধী জঙ্গীগোষ্ঠী বর্বরোচিত এই গ্রেনেড হামলার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রথম সারির সকল নেতাকে হত্যা করতে চেয়েছিল। তিনি আরো বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবি বর্তমানে গণদাবিতে পরিণত হয়েছে। এই গ্রেনেড হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকর করা জরুরী।

গ্রেনেড হামলা দিবস ২০২২ উপলক্ষে ২১ আগস্ট দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অস্থায়ী বেদীতে পুস্পাস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করার পর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, সদস্য মোঃ নুরুল ইসলাম বাবুল, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, আওয়ামী লীগ নেতা আ ফ ম মোস্তফা কামাল, মাওলানা আসাদুর রহমান প্রমু

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon