পটুয়াখালীর বাউফলে মাছ শিকার করতে গিয়ে মোঃ রিয়াজ মিয়া(২৫) নামক এক যুবকের নিখোঁজের খবর পাওয়া গেছে। নিখোঁজ রিয়াজের বাড়ি উপজেলার কালাইয়া ইউনিয়নের সবুজবাগ গ্রামে।
গত শনিবার(২০ আগস্ট) দুপুর ১ টা থেকে দুপুর ৩ টার সময় থেকে তিনি নিখোঁজ বলে জানায় পরিবারটি। গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গমন করে বাউফল উপজেলাধীন দাসপাড়া ও কালাইয়া ইউনিয়নের মোট ছয়জন জেলে।
শনিবার সকাল পর্যন্ত তাদের খোঁজ পাওয়া গেলেও
পরে তাদের সকলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলার কালাইয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় তার মায়ের কান্নার আহাজারি। রিয়াজ মিয়ার মা মোসাঃ সালেয়া বেগম(৬০) জানান, আমার ছেলে হারিয়ে যাওয়ার পর আমি ফোনের পর ফোন দিয়ে যাচ্ছি। কিন্তু ফোন বন্ধ । আমি টিভিতে দেখেছি দুইদিন আগে সাগরে একসাথে ১৬ টা ট্রলারডুবি হইছে৷ তাই আমি ভয় পাচ্ছি। আমার সন্তান আমি ফিরে পেতে চাই। আমি শুনেছি ভারতের নৌবাহিনীর কাছে বাংলাদেশের অনেক জেলে রয়েছে। আমার মনে হয় তাদের মাঝেও আমার সন্তান থাকতে পারে।
বক্তব্য নেয়ার সময় যেনো কান্না থামছিলোই না মায়ের।
বাবাহারা নিখোঁজ রিয়াজ টমটম চালিয়ে সংসার চালাতেন। তার ছোটোভাই ছায়েম হোসেন(২০) অটোরিকশা চালিয়ে বড় ভাইয়ের সাথে সংসারের খরচ যোগান৷ তিনি জানান, এমন অবস্থায় ভাইয়ের কিছু হয়ে গেলে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। সংসার চালানো কষ্টসাধ্য হবে।
রিয়াজ সহ সকল জেলেরা ফিরে আসবে। এমন প্রত্যাশা এলাকাবাসীর।
বাউফল প্রতিনিধিঃ মুনতাসির তাসরিপ
মন্তব্য