শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

সেন্টমার্টিনে ৫১৮ বোতল বিদেশী মদ ও ৫৬৭ ক্যান বিয়ার জব্দ বাংলাদেশ কোস্ট গার্ড

JK0007
প্রকাশ: ২২ আগস্ট ২০২২

---

যুগের কণ্ঠস্বর প্রতিবেদক:

টেকনাফ থানার আওতাধীন বঙ্গোপসাগর সংলগ্ন ছেড়াদ্বীপ এলাকায় বাংলাদেশ কোষ্টগার্ড এর সেন্টমার্টিন কর্তৃক দল অভিযান পরিচালনা করে ৫১৮ বোতল বিদেশী মদ ও ৫৬৭ ক্যান বিয়ার উদ্ধার করেন।

আজ সোমবার (২২ আগষ্ট ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ থানার আওতাধীন বঙ্গোপসাগর সংলগ্ন ছেড়াদ্বীপ এলাকায় মাদকের একটি বড় চালান লুকিয়ে রাখা হয়েছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশান সেন্টমার্টিন কর্তৃক ছেড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ছেড়াদ্বীপের দক্ষিণে জঙ্গলে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২২ টি বস্তা দেখতে পাওয়া যায়। বস্তাগুলো তল্লাশী করে ৫১৮ বোতল বিদেশী মদ (গ্রান্ড রয়েল) এবং ৫৬৭ ক্যান বিয়ার (আন্দামান) জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon