শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

বন্যপাখি সংরক্ষণ করায় দুই জন গ্রেফতার

JK0007
প্রকাশ: ২২ আগস্ট ২০২২

---

রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়ন হতে বন্যপাখি সংরক্ষণ করায় প্রায় ১১০টি পাখি (ঘুঘু)সহ দুই জনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। সোমবার প্রায় ১২টার দিকে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন সাজুর দিক-নির্দেশনায় এএসআই আব্দুর রহিম মন্ডল ও সঙ্গীয় ফোর্স এই পাখি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওসি মো:সাজ্জাদ হোসেন সাজু ও ওসি (তদন্ত) মুহঃ আব্দুল করিম পাখিগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন।


গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গড়গড়ী ইউনিয়নের পলাশী ফতেপুর এলাকার মো: চান্দু রহমানের ছেলে মো: সোহেল রানা, অন্যজন একই ইউনিয়নের মো: মহসীন মন্ডলের ছেলে ইউনুস মন্ডল।


জানা যায়, অনেক দিন ধরে মো: সোহেল রানা পাখি ধরে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করতেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে হাতে নাতে ধরা হয়। অন্যজন ইউনুস মন্ডল একই সময়ে সোহেল রানার থেকে পাখি কিনতে যান। সেই সময় তাদের কে আটক করে থানায় আনা হয়।


অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন সাজু জানান, মো: সোহেল রানা ও ইউনুস মন্ডল অবৈধভাবে বন্যপাখি সংরক্ষণ ও বিক্রি করতেন। আমরা গোপন সংবাদে জানতে পেরে পুলিশ পাঠাই এবং সাথে সাথে দুইজনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে এবং তাদেরকে চালান করা হবে। পাখি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে কাজ করে যেতে হবে। এক্ষেত্রে মানুষকে সচেতন হতে হবে। সাথে সাথে আমাদেরকে তথ্য দিলে আমরা কার্যকরী ব্যবস্থা নিবো।

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon