পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ন সামাজিক অন্তভূক্তি ও একীভূতকরনে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ আগস্ট) ওয়ার্ল্ড ভিশন ভান্ডারিয়া এপি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটেরিয়ামে এলাকার মুসলিম ধর্মের নেতৃবৃন্দের অংশগ্রহনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সামাজে প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ন অন্তভূক্তিকরন ও একীভূতকরনে ধর্মীয় নেতৃবৃন্দের করনীয় ও ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়।
এময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনান কোঅডিনেটর তুনাজ্জিলা হক, বরিশাল কোর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, এপি ম্যানেজার লিন্ড দফো, বাংলাদেশ ইমাম সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদ মোঃ ওসমান গনি, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি জাকরিয়া আল কাসেমিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পিরোজপুর প্রতিনিধি: মোঃ ওমর হাসান
মন্তব্য