শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

নাজিম উদ্দীনের নেতৃত্বে কুতুবপুরে দলমতের ঊর্ধ্বে শামীম ওসমান

JK0007
প্রকাশ: ২২ আগস্ট ২০২২

---
নারায়ণগঞ্জের অন্যতম জনবহুল এলাকা কুতুবপুর। ইউনিয়নটিতে প্রায় ৩ লাখ মানুষের বসবাস।

জনবহুল এই এলাকার মানুষদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ করতে কাজ করতেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দীন মাহমুদ।

তাদের নিয়ে প্রায় প্রতিদিনই করেছেন বেশ কিছু সভাও।

কারণ জানতে চাইলে নাজিম উদ্দীন মাহমুদ দৈনিক যুগের কণ্ঠস্বর কে জানান, নারায়ণগঞ্জ-৪ আসনে উন্নয়নের মার্কাই হলো শামীম ওসমান। আমরা কিছু চাই না, শুধু তাকে চাইডশো। তার হাত ধরেই আজকে এত উন্নয়ন, লিংক রোড প্রস্থ হচ্ছে, স্টেডিয়াম হয়েছে, ডিএনডি,৷ প্রকল্প চলছে। প্রধান সড়ক গুলো পাকা হয়েছে। আগামীতে আইটি পার্ক হবে, বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল কলে, জ হাসপাতাল হবে, টেকনিক্যাল স্কুল হবে। তাকে পেলেই নারায়ণগঞ্জ শহর বদলে যাবে। দল, মত নিবিশেষে আমরা শামীম ওসমানকে চাই।

নারায়ণগঞ্জ- ৪ আসনটি বরাবরই বিএনপির ছিলো। পুরো চিত্র পাল্টে দিয়েছে শামীম ওসমান।

জানা গেছে, ১৯৯১ সালে আওয়ামী লীগের প্রার্থী আশরাফ উদ্দিন চুন্নুকে পরাজিত করে দ্বিগুন ভোটে জয় পান বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম। সেই সিরাজুল ইসলামকে ১৯৯৬ সালে ১০ হাজার ভোটে পরাজিত করে শামীম ওসমান, এরপর আরো ১ বার বিএনপি ক্ষমতায় আসে, ২০১৪ সালে ও ১৮ সালে জয় পান আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান।

স্থানীয়রা জানান, কুতুবপুরেও বিএনপি বেশ ক্ষমতাধর ছিল। টানা ৪ বার চেয়ারম্যান হয়েছে বিএনপি থেকে মনিরুল আলম সেন্টু, সেই চেয়ারম্যান এখন শামীম ওসমানের উন্নয়ন দেখে আওয়ামী লীগে যুক্ত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দীন মাহমুদ বলেন, আর যাই হোক উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে শামীম ওসমানের জয় নিশ্চিত করেই ঘরে ফিরো।

মোঃ ইমরান হোসেন তালহা । নারায়নগঞ্জ প্রতিনিধি

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon