বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
 

দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে পাহাড়ীকা এক্সপ্রেস ট্রেন আটক

JK0007
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২

 আন্দোলনরত শ্রমিকদের কবলে আটক ট্রেন

কুলাউড়া প্রতিনিধি:- রেজাউল ইসলাম শাফি

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরের রেলগেট এলাকায় প্রায় হাজার খানেক শ্রমিক ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি আটকে দেন। এখন পর্যন্ত ট্রেনটি শ্রমিকেরা আটকে রেখেছেন।

ঢাকা-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কও অবরোধ করেছেন। মৌলভীবাজার-রাজনগর সড়ক‌ও শ্রমিকরা অবরোধ করে রেখেছেন।

কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক উত্তম গোয়ালা বলেন, ৭টি চা-বাগানের শ্রমিকরা তাদের সঙ্গে বিক্ষোভে আছেন।

আজ মঙ্গলবার ১১তম দিনের মতো মৌলভীবাজারের অধিকাংশ চা বাগানের শ্রমিকরা কাজে নামেন নি। সর্বশেষ সিদ্ধান্ত ১২০ টাকা মজুরিতে কাজে ফেরার সিদ্ধান্ত মেনে নেয়নি সাধারণ চা- শ্রমিকরা। সকাল থেকেই মৌলভীবাজারের বালিশিরা, মনু, ধলাই জুড়ি, লংলার অধিকাংশ বাগানে চা শ্রমিকরা কাজে নামেন নি। বিভিন্ন চা বাগান ঘুরে দেখা যায় শ্রমিকরা জড়ো হয়ে মিটিং মিছিল অব‍্যাহত রেখেছে।

এসময় তারা জানান, প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধুকা দেওয়া হচ্ছে। আমরা এ সিদ্ধান্ত মানিনা।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon