কবি নজরুল প্রতিনিধি:- আবু ইসহাক অনিক,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেসমিন খাতুন ‘ইন্সপায়ারিং উইমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২’ পেয়েছেন। স্বেচ্ছাসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মনোনীত দেশের ১৫ জন নারী উক্ত অ্যাওয়ার্ড পেয়েছেন।
আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ইউএন উইমেন, ইউনাইটেড নেশন্স ভলান্টিয়ার বাংলাদেশ, একশন এইড, ভিএসও, প্ল্যান ইন্টারন্যাশনাল আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসীন এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেন রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ড সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মনোনীত দেশের ১৫ জন নারীকে সনদ ও সম্মাননা প্রদান করা হয়। জেসমিন অ্যাওয়ার্ডের জন্য আবেদন করেছেন বাংলাদেশ পিস বিল্ডার্স এর ফেসবুক পেইজ এবং সেন্টার ফর পিস এন্ড জাস্টিস ও ইউএনভি বাংলাদেশ পেইজের প্রকাশিত আবেদন ফর্মের মাধ্যমে।
পড়ালেখার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের উইমেন পিস ক্যাফের ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট ডাভ প্রজেক্ট ও হারমোনি প্রজেক্টের গ্রুপ কো-অর্ডিনেটর, ঐতিহ্য শাড়ি কুটির এর পরিচালনা প্রধান হিসেবে সংযুক্ত আছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব ও স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বহিঃস্থ আরও বেশ কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে বিভিন্ন পদে সম্পৃক্ত থেকে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
জেসমিন জানান, ‘ইন্সপায়ারিং উইমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২’ পেয়ে আমি খুবই আনন্দিত! কারণ বাংলাদেশের সৃজনশীল, উদ্ভাবনী ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে যুক্ত থেকে অসামান্য অবদান রাখা বীর নারী স্বেচ্ছাসেবীদের জন্য বাংলাদেশে ২য় বারের মতো প্রদান করা হয়েছে এই অ্যাওয়ার্ডটি। যার মধ্যে আমিও একজন অ্যাওয়ার্ডি হিসেবে আছি। এই বিশাল অর্জন আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ের উইমেন পিস ক্যাফের মেন্টরসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজের মধ্য দিয়ে অনেক কিছু শিখতে পেরেছি। আজকের এই অর্জন আগামীতে আরও ভালো কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
সাংগঠনিক কার্যক্রম ছাড়াও জেসমিন ইউএন উইমেন ও সেন্টার ফর পিস এন্ড জাস্টিস এর সার্বিক সহায়তায় ‘হুয়াইট ডাভ’ ও ‘হারমোনি’ এর কোঅর্ডিনেটর এবং ইউরোপিয় ইউনিয়ন ও অ্যাওয়েরনেস উইথ হিউমেন একশন (আহা)এর সার্বিক সহায়তায় ‘উইমেন লিডার্স’ নামক তিনটি প্রজেক্টে উইমেন পিস অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। ইতিমধ্যে বেশ কিছু পুরস্কার পেয়েছেন তিনি। হোয়াইট ডাভ প্রজেক্টে কাজের মাধ্যমে তিনি ফার্স্ট উইনার অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছে যেখানে ২৮ টি প্রজেক্টের মাঝে তার অবস্থান প্রথম। এছাড়া হারমোনি প্রজেক্টে কাজের সম্পৃক্ততায় তিনি থার্ড উইনার অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছেন।
ইন্সপায়ারিং উইমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২ বিশ্ববিদ্যালয় জীবনের দীর্ঘ পাঁচ বছরের অসংখ্য সাংগঠনিক কার্যক্রমের বিশেষ স্বীকৃতি বলে জানান জেসমিন।
মন্তব্য