মো.মামুনুর রশিদ, গোয়াইনঘাট প্রতিনিধিঃ দেশ যখন আধুনিকতায় পৃথিবীর সাথে এগিয়ে চলছে। হাজারো প্রতিবন্ধকতা উপেক্ষা করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধিত হচ্ছে ঠিক এমন সময় যোগাযোগ ব্যবস্থার ভোগান্তিতে প্রকৃতির সৌন্দর্যে ঘেরা সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের মানুষ। সড়কের জন্য চরম ভোগান্তিতে দিনাতিপাত করছে প্রায় আড়াই লাখ অধিবাসী ।
গোয়াইনঘাট সদর থেকে সিলেট শহরে যাতায়াতের একমাত্র রাস্তা হলো গোয়াইনঘাট-সালুটিকর। কিন্তু দীর্ঘদিন থেকে মরনফাদ হয়ে আছে রাস্তাটি। শহরের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে বাধা হয়ে আছে রাস্তা নামক মরনফাদ।তাই গোয়াইনঘাটের শিক্ষার্থীরা শহরের কোন ভালো প্রতিষ্ঠানেও লেখা পড়া করতে পারছে না নিশ্চিন্তে।
বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতি কন্যা জাফলং, বিছানাকান্দি,রাতারগুল ও পান্তুমাই এই উপজেলায় অবস্থিত। পর্যটকদের আগমন দিন দিন হ্রাস পাচ্ছে।রাস্তা নামক মরনফাদের জন্য। উপজেলাটি হারাচ্ছে তার সুনাম।
বিভিন্ন সময় সামাজিক সংগঠন উক্ত রাস্তা সংস্কারের দাবি উত্থাপন করে তেমন কোন সাড়া পাওয়া যায়নি। কয়েকবার মানববন্ধনও করা হয়েছে। এদের মধ্যে জৈন্তা কেন্দ্রীয় ছাত্র পরিষদ ও গোয়াইনঘাট ছাত্র পরিষদ উল্লেখযোগ্য।
স্থানীয় সরকার এবং জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। এতেও আশানুরূপ কোন সাড়া পাওয়া যায়নি।
মন্তব্য