দশমিনা প্রতিনিধিঃ মুনতাসির তাসরিপ,
পটুয়াখালীর দশমিনায় অত্যন্ত দুর্গম একটি ইউনিয়ন চরবোরহান। যেখানে মানুষ প্রতিনিয়তই বঞ্চিত।
সম্প্রতি জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় দশমিনার চরাঞ্চল চর হাদী ও চর বোরহানে এই খাবার বিতরন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি যথাক্রমে সেন্টার বাজার, চরহাদী,চর বোরহানের খাল গোড়া, বউ বাজার ও সেন্টার বাজারে শুকণা খাবার বিতরণ করেন এবং খাবার বিতরণের ফাঁকে চারটি স্কুল ও মাদ্রাসা ভিজিট করেন। ভিজিট শেষে চর বোরহান সেন্টার বাজারে একটা মাদ্রাসায় ৮০ জন শিশুর সাথে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দুপুরের খাবার এক সাথে বিকেল চারটার সময় গ্রহন করেন। । দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের সহয়তায় শতাধিক দুঃস্থ ও অসহায় বানভাসি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, তৈল, চিনি বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাফর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন, দশমিনা উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক মো. ইয়াকুব হোসেন, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাংবাদিক সাফায়েত হোসেন প্রমুখ।
মন্তব্য