পিরোজপুর প্রতিনিধি: মোঃ ওমর হাসান,
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে গত বৃহস্পতিবার ঝড়ের কবলে পড়ে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া মৃধার হাট এলাকার দুলাল মৃধার এফবি আব্দুল্লাহ-১ নামে একটি মাছ ধরা ট্রলারের মাঝি মাল্লা সহ ১১ জন জেলে নিখোঁজ হন।
ঐদিন গভীর সমুদ্রে ঝড়ের সময় প্রবল স্রোত ও বাতাসে ভারতের উড়িষ্যা উপকূলের দিকে ভাসিয়ে নিয়ে যায় এফবি আব্দুল্লাহ-১ নামে মাছ ধরা ট্রলারটি। এসময় ট্রলারটিতে মোঃ রফিকুল হাওলাদার,মোঃ মোস্তফা মাঝি,মোঃ দুলাল মৃধা, মোঃ মন্নান চকিদার, মোঃ আলামিন, মোঃ মধু মোল্লা,মোঃ আবুল খান, মোঃ আয়নাল হক ফরাজী,মোঃ এনায়েত, মোঃ জাহিদুল ও মোঃ আলী হোসেন নামে ১১ জন জেলে ছিল। এদের সবার বাড়ি বালিপাড়া ইউনিয়নে।
উদ্ধার হওয়া ঐসব জেলেদের ভারতের উড়িষ্যা উপকূল থেকে আজ মঙ্গলবার রাতে ভারতীয় নৌবাহিনী মংলা বন্দরে নিয়ে আসে। আজ রাত সাড়ে আটটায় মংলা বন্দরেে এসে তারা পৌছায়। রাতে বাংলাদেশের কোস্টগার্ডের কাছে তাদেরকে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করার কথা রয়েছে। তবে বাংলাদেশে ফিরে আসার সময় মাঝপথে তাদের মাছ ধরা ট্রলারটির এক পাশে ফাটল ধরার কারণে নিরাপদ একটি স্থানে নোঙ্গর করে রাখা হয়েছে ট্রলারটি।
এদিকে উদ্ধার হওয়া এসব জেলেরা সবাই সুস্থ থাকলেও অন্য একটি ট্রলারে থাকা বাহাদুর এবং জসিম নামে দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন। উপজেলা মৎস্য অফিস আজ মঙ্গলবার রাতে প্রতিবদেককে এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন ইন্দুরকানী উপজেলার এফবি মায়ের দোয়া, এফবি আব্দুল্লাহ-১, এফবি ভাই বোন এবং এফবি জিদনী নামে চারটি মাছ ধরা ট্রলার নিখোঁজ হন।
স্থানীয় ইউপি সদস্য মো: কে এম আল শাহারিয়ার জানান, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া এফবি আব্দুল্লাহ-১ এর ১১ জন জেলের সন্ধান পাওয়া গেছে। তারা সবাই সুস্থ আছে এবং আজ মঙ্গলবার রাতে মংলা বন্দরে পৌছেছে বলে আমরা জানতে পেরেছি।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম জানান, গত বৃহস্পতিবার গভীর সমুদ্রে অবস্থান করার সময় বৈরী আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয় ইন্দুরকানী উপজেলার ৪টি মাছ ধরা ট্রলার। আমরা খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের পরিবার গুলোর সাথে সার্বক্ষনিক যোগাযোগ রেখেছি। আমরা এসব পরিবার গুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌছে দিয়েছি এবং নিখোঁজ জেলেদের সন্ধানের জন্য আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে মৎস্য বিভাগের প্রাপ্ত তথ্যমতে দুই জন জেলে ছাড়া ইতিমধ্যে বাকি সবার সন্ধান পাওয়া গেছে এবং ভারতে কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে আমরা জানতে পেরেছি।
মন্তব্য