শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

ইসলাম ধর্ম গ্রহনের পর নতুন নামে জবির সেই আলোচিত শিক্ষিকা

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২

---
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিতু কুন্ড ইসলাম ধর্ম গ্রহন করার পর এবার নিজের নাম পরিবর্তন করে আয়েশা জাহান রেখেছেন।ইতোমধ্যে তার নতুন নাম আয়েশা জাহান দিয়ে ফেসবুক একাউন্ট ও খুলেছেন তিনি।তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে(ফেসবুক) বেশ সক্রিয় ও ইসলাম ও নানান বিষয়ে তার নিজের টাইমলাইন ও ব্যক্তিগত ব্লগে নিয়মিত লেখালেখি করতে দেখা যায়।

সোমবার (২২ আগস্ট) নোটারি পাবলিক ও মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট দেবদাশ চন্দ্র অধিকারীর কাছে দেওয়া হলফনামার মাধ্যমে তিনি স্বেচ্ছায় নাম পরিবর্তন করেন। ওই শিক্ষিকা জানান, ‘আজ আমার যে নতুন পরিচয় আয়শা জাহান নামের মাধ্যমে হয়েছে, সেজন্যও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এখন থেকে আমি আয়শা জাহান নামে পরিচিত হবো।’
২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের কথা জানান রিতু কুণ্ডু।
তার বাড়ি নীলফামারীর নালশমারী উপজেলায়। তার বাবার নাম দুলাল কান্তি কুণ্ডু ও মা মালা কুণ্ডু। বর্তমানে তিনি জবির লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক।

আয়শা জাহান (বর্তমান নাম) নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও নীলফামারী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পান। ২০১৭ সাল থেকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে শিক্ষকতা করছেন।

জবি প্রতিনিধি, সাকেরুল ইসলাম

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon