জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ আগস্ট) বেলা ১১.০০টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহের সঞ্চালনায় উপাচার্য ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব শেখ কবির হাসান। প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন।
প্রধান আলোচক অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন, বঙ্গবন্ধুর আজীবন লাালিত স্বপ্ন ছিল বাঙালি জাতির আত্মমর্যাদার পরিচয় ঘটুক। তিনি এ জাতির আত্মমর্যাদা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন সাহসী, অসাম্প্রদায়িক ও বিজ্ঞান মনষ্ক ও দুরদর্শী। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার মাধ্যমে এদেশ মৌলবাদী চেতনার দিকে ধাবিত হয়। তিনি তরুণ প্রজন্মকে জাতির পিতা ও তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শকে রোল মডেল হিসেবে গ্রহণ করার আহবান জানান।
আলোচনা সভার প্রধান অতিথি জনাব শেখ কবির হাসান বলেন, ভালোবাসা দিয়ে যে একটি দেশ জয় করা যায় সেটা বঙ্গবন্ধু দেখিয়েছিলেন। এদেশ গঠনে প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি দেশে ফিরে এসে মাত্র ১৫ দিনের মধ্যে শাসনতন্ত্র দিয়েছেন। সাম্রাজ্যবাদীরা ও এদেশের দোসররা বঙ্গবন্ধুর আদর্শে ভীত হয়ে পড়ে এবং ষড়যন্ত্র করে জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে। তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, একটি দেশের জাতির পিতাক হত্যা করা যায়, কিন্তু একটি দেশ বা জাতির পিতার আদর্শকে হত্যা করা যায় না। তিনি তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালনের অনুরোধ করেন। তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্তি ছিলেন।
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-জহরুল ইসলাম
মন্তব্য