শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
 

ববিতে রিপোর্ট রাইটিং প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

JK0007
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২

---
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গবেষণা সংগঠন রিসার্চ নেক্সাস বাংলাদেশ’র আয়োজনে রিপোর্ট রাইটিং প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট ২০২২ তারিখ বিকাল ৩:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদেরকে আরও বেশি করে সম্পৃক্ত হতে উৎসাহ প্রদান করেন। সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আশিক-ই-ইলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষকমণ্ডলী, কুমুদিনি গ্রুপের হেড অব এইচআরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও প্রতিযোগীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রিপোর্ট রাইটিং প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে পুরষ্কৃত করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon